Lightscribers H O M E   |   M E M B E R - BHASKAR   |   G A L L E R Y   |   E V E N T S   |   A B O U T    

those who draws with light are “Lightscribers”

  JOURNEY'S END


How do you embrace the end? To transliterate from my favorite poet, Jibananada Das, this is how it would seem: Those who smelled the soil and watched the lights of stars, those who knew the gods and the humans, they will fall in love with death. The only urge that will remain with them will be the urge to explore darkness. A darkness that remains luminous, transient. A darkness that will live after everything ends.
by Bhaskar

মৃত্যুরেও তবে তারা হয়তো ফেলিবে বেসে ভালো!
সব সাধ জেনেছে যে সেও চায় এই নিশ্চয়তা!
সকল মাটির গন্ধ আর সব নক্ষত্রের আলো
যে পেয়েছে — সকল মানুষ আর দেবতার কথা
যে জেনেছে — আর এক ক্ষুধা তবু — এক বিহ্বলতা
তাহারও জানিতে হয়! এইমতো অন্ধকারে এসে! —
জেগে জেগে যা জেনেছ — জেনেছ তা — জেগে জেনেছ তা —
নতুন জানিবে কিছু হয়তো বা ঘুমের চোখে সে!
সব ভালোবাসা যার বোঝা হল — দেখুক সে মৃত্যু ভালোবেসে!
- জীবনানন্দ দাস -

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই—
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
- রবীন্দ্রনাথ ঠাকুর -

  
  
  
  
  View Complete Story
Explore Lightscribers on facebook