১.
দারুবন্দনার পাশে পড়ে আছে মধ্যবিত্ত অনুরাগ
তারপর কসাইখানা, আর তার ঠিক পাশে পরিত্যক্ত দাবাখানা
এরপর মিঠাই দোকান
এর ঠিক সামনে মাটির হাড়ি নিয়ে কুলফিওয়ালা,
পাশে একটু এগোলেই নেতাজী সংঘ ক্লাব,
দিদির ছবি ও পুলিশফাঁড়ি
বাঁদিকে জনগণের মেস
আর তার সামনে দু’পা ফাঁক করে দাঁড়িয়ে আছে
এ ফাঁড়ির দারোগা
দারোগা অপেক্ষা করছে
যে কোনও মুহূর্তে জবাইয়ের জন্য মুরগি এসে যেতে পারে
ফাঁড়ি সংলগ্ন প্রায় জীর্ণ সিনেমা হল
সস্তা ব্যশ্যাদের নিয়ে ভোজপুরী সিনেমা
দেখতে ঢুকে পড়ছে পাবলিক
| |
রাস্তা পেরোলেই অটোস্ট্যান্ড
তারপর ভি.আই.পি হাসপাতাল
সামনে বিরিয়ানি বিক্রি হচ্ছে ফুটপাতে
বটগাছের নিচে চা-দোকান
হতদরিদ্র জনতা বসে চা খাচ্ছে
ফাঁড়ি থেকে এসে পুলিশও চা খেয়ে যায় বিনা পয়সায়
একজন উন্মাদ চিৎকার করছে
ভদ্রলোক মানেই শুয়োরের বাচ্চা
সামনেই অফশপ মদের দোকান
অটোর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি
সন্ধেবেলায় দীর্ঘ কিউ
উষ্ণতা হারানো যুবতীকে নিয়ে
অসফল প্রেমিক এসে অপেক্ষমান আমার পিছনে
হাভাতে বেশ্যাকে ইঙ্গিত করছে রাতের দালাল
অভুক্ত কুকুরকে খেতে দিল পথের ভিখিরি
২.
শহর ছুটে চলেছে
কোয়ান্টাম মেকানিক্সের তাত্ত্বিক জগতে ঢুকে পড়েছে অঙ্কের মাস্টার
ভৌতবিজ্ঞানের অনিশ্চয়তার মধ্যে টাল খাচ্ছে সময়
শ্রয়ডিঙ্গারের বেড়াল ঘুমিয়ে রয়েছে খাঁচায়
সৃষ্টির অভ্যন্তরে সেঁধিয়ে গেছে
মানবের বায়োসেনন্ট্রিক ইতিহাস
অরবিন্দের যৌগিক অজ্ঞিতা
ও ভারতীয় মায়াবাদে আমি আটকে পড়েছি
আমার সামনে আছে ধু ধু রানওয়ে
রাসকলনিকভ আর স্নাইপারের অব্যর্থ টারগেট
|